ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অবসরের বয়স বাড়ানোয় প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
অবসরের বয়স বাড়ানোয় প্রতিবাদ রাশিয়ায় বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

রাশিয়ায় সরকারি চাকরির অবসরের বয়স সীমা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির ৩৯টি শহরে একযোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ হয়।

স্থানীয় সময় রোববার (০১ জুলাই) বয়স সীমা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা। তবে নিরাপত্তাজনিত কারণে ফুটবল বিশ্বকাপ আয়োজনকারী শহরগুলোতে প্রতিবাদ সভা করেননি তারা।

বিভিন্ন শহরের প্রতিবাদসভার নেতৃত্ব দিয়েছেন ক্রেমলিন সমালোচক অ্যালেক্সি নাভালনি।   

এর আগে গত মাসে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স সীমা বাড়ানোর আগ্রহের কথা জানান।  

পুরুষদের ক্ষেত্রে অবসরে যাওয়ার সময় ৫ বছর বাড়িয়ে ৬৫ এবং নারীর ক্ষেত্রে ৮ বছর বাড়িয়ে ৬৩ তে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।  

রাষ্ট্রীয় কোষাগারের ওপর তীব্র চাপ কমানোর জন্য দেশটির সরকার এ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিবাদকারীরা বলছেন, দেশের অনেক অঞ্চলের গড় আয়ুর চেয়ে অবসরের বয়স সীমা বেশি নির্ধারণ করা হয়েছে।  

তবে প্রতিবাদ সভায় কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ মেনেই প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।