ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিকল্প ইন্টারনেট তৈরির কথা ভাবছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
বিকল্প ইন্টারনেট তৈরির কথা ভাবছে রাশিয়া প্রতীকী ছবি

ইন্টারনেটের নিজস্ব সংস্করণ তৈরির প্রয়োজনীয় সবরকম সামর্থ্য রাশিয়ার আছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড থ্রেটস বিভাগের প্রধান ইলিয়া রোগাশেভ। 

রাশিয়ার পশ্চিমা মিত্ররা সম্প্রতি যে ধরনের সুবিধাবাদী আচরণ করছে, তাতে হয়তো রাশিয়াকে ভবিষ্যতে প্যারালাল ইন্টারনেট তৈরি করতে হতে পারে বলে মন্তব্য করেন রোগাশেভ।

তিনি আরও বলেন, এখনই বিকল্প ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে না মস্কো।

তবে তা বাস্তবায়নের প্রযুক্তিগত, শিক্ষাগত, অর্থনৈতিকসহ সবরকম সামর্থ্য আমাদের আছে।  

একটি জার্মান পত্রিকার রিপোর্টে বলা হয়েছিল, বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তিকে  ব্যাপকভাবে সামরিকায়ন করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে।  

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে ইন্টারনেটের সবরকম নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। তারা চাইলে যেকোনো দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। এজন্য যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইতে পারে রাশিয়া।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।