ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
তেলেঙ্গানায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (০৪ জুলাই) দুপুরের দিকে রাজ্যের ওয়ারাঙ্গাল জেলার ওই কারখানার গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, কারখানাটির অবস্থান ওয়ারাঙ্গাল জেলাশহর থেকে ১৩৫ কিলোমিটার দূরের কোটালিগালা গ্রামে। সেখানেই আতশবাজির কারখানার গোডাউনটি অবস্থিত।

দুপুরের দিকে হঠাৎ করে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে ১১ জনের মৃত্যু হয়েছে।  

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, বিস্ফোরণের সময় প্রায় ১৫ জন ওই গোডাউনের ভেতরে ছিলেন বলে জানতে পেরেছি। আহত কয়েকজনকে ওয়ারাঙ্গাল শহরের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের আগে ব্যাপক শব্দে বিস্ফোরণ শুনতে পান তারা। পরে আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।