ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহত ফাইল ফটো

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীসহ ৩ বিক্ষোভকারী নিহত হয়েছে।

শনিবার (৭ জুলাই) কুলগামের রেদওয়ানি এলাকায় টহলরত একটি সামরিক বহর হামলার পর পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে এ তিন জন নিহত হন।

এরা হলেন শাকির আহমেদ (২২), ইরশাদ মজিদ (২০) ও আন্দলিনব (১৬)।

তারা সবাই কুলগামের হাওরা এলাকার বাসিন্দা।

বর্তমানে কুলগামের মোবাইল-ইন্টারনেট সার্ভিস বন্ধ আছে। আশেপাশের এলাকায় আরও বিক্ষোভ শুরু হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।