ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খুদে ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
খুদে ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধারের জন্য রোববার (৮ জুলাই) অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। অভিযানে চরম ঝুঁকি থাকার পরও যেকোনো উপায়ে  সেখান থেকে বেরিয়ে আসতে প্রস্তুত আটকে পড়া কিশোররা।

সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে উদ্ধারকারী দলের প্রধান জানান, আজ হতে চলেছে কেয়ামতের দিন! আটকে পড়া বাচ্চারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।

জানা যায়, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন পাঁচ সদস্যের থাইল্যান্ডের এলিট নেভি সিল ও ১৩ জন বিদেশি ডুবুরি।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছরের ১১ জন ক্ষুদে ফুটবলার তাদের ২৫ বছর বয়সী কোচসহ হারিয়ে যায়। তারা তাদের বার্ষিক ভ্রমণ ও ফিল্ড ট্রিপের জন্য বের হয়েছিল। ২ জুলাই দেশটির চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল কোচসহ নিখোঁজ ১২ ফুটবলারের সন্ধান পায়।

বন্যার পানির কারণে গুহার অনেক স্থান ডুবে রয়েছে, এতে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়েছে। এরই মধ্যে অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেছে এক ডুবুরির। ফেরার পথে ট্যাংকে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:
ঝুঁকির মুখে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া শিশুরা​
ক্ষমা চেয়ে খুদে ফুটবলারদের ‘বাবা-মাকে’ কোচের চিঠি
গুহায় শিশুদের অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

গুহায় আটকা পড়া শিশুরা ‘সুস্থ’ আছে
গুহায় আরও মাসখানেক থাকতে হতে পারে খুদে ফুটবলারদের
থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলের সন্ধান, সবাই জীবিত
 

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।