ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে নিপীড়নের কথা ফেসবুকে জানানোয় লেবানিজ তরুণী জেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
মিশরে নিপীড়নের কথা ফেসবুকে জানানোয় লেবানিজ তরুণী জেলে কায়রোর কারাগার। ছবি: সংগ্রহীত

মিশরে ঘুরতে আসা এক লেবানিজ তরুণী যৌন নিপীড়নের অভিযোগ তুলে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করায় তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন মিশরের আদালত। 

মোনা-এল-মাজবোহ নামের ওই তরুণীর আইনজীবী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, শনিবার (৭ জুলাই) মিশরের কায়রো আদালত মাজবোহকে ৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।

এর আগে সফরের শেষ দিনে কায়রো বিমানবন্দরে মাজবোহকে গ্রেফতার করে পুলিশ।

তিনি যৌন ‍নিপীড়নের অভিযোগ তুলে ১০ মিনিটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।  

২৪ বছর বয়সী মাজবোহ ট্যাক্সিচালক ও পথচারী দ্বারা যৌন নিপীড়নের অভিযোগ তোলেন ওই ভিডিওতে। এছাড়া টাকা চুরি, রেস্তোরাঁর খারাপ সেবার অভিযোগও আনেন তিনি।

তবে কায়রো আদালতের বিচারসংশ্লিষ্ট’রা বলছেন, মাজবোহ গুজব ছড়িয়েছেন। এ কারণে সমাজের অনেক ক্ষতিও হয়েছে।

মাজবোহর আইনজীবী এমাদ কামাল বলেন, ২৯ জুলাই এ মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অবশ্যই রায়ের পরিবর্তন হবে। এটা আইনের আওতায় পড়ে কিন্তু আদালত সর্বোচ্চ শাস্তি দিয়ে দিয়েছে।

কামাল আরও বলেন, ২০০৬ সালে রাগ নিয়ন্ত্রণের জন্য মাজবোহ’র একটি সার্জারি হয়েছে। আদালতে এ সংক্রান্ত নথি উপস্থাপন করা হয়েছে। কামাল বলেন, মাজবোহ হতাশাতেও ভোগেন।  

এদিকে মিশরের মানবাধিকার কর্মীরা বলছেন, আবদেল ফাত্তাহ আল সিসি’র আমলে ক্রমাগত স্বাধীনতা খর্ব করা হচ্ছে।

হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের পর ২০১০ সালে মিশরের ক্ষমতা গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল সিসি।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮

এএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।