ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে আরও ১৮ হাজার কর্মকর্তা চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
তুরস্কে আরও ১৮ হাজার কর্মকর্তা চাকরিচ্যুত ...

তুরস্কে আরও ১৮ হাজার সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ফরমান জারি করেছে সরকার। ২০১৬ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানচেষ্টার দুই বছর পূরণের প্রেক্ষাপটে সরকারের এ ফরমান জারি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বহিষ্কারের নতুন এ ফরমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষক রয়েছেন। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ৫ হাজারেরও বেশি।

তবে অর্ধেকই পুলিশ বাহিনীর সদস্য।

চলতি বছরের মার্চে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক সরকার প্রায় এক লাখ ৬০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। এদের মধ্যে অনেককে আটকও করে সরকার। যার মধ্যে ৫০ হাজারের বেশি লোকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রে’ সংশ্লিষ্টতা দায় এনে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানিও অপেক্ষমান।

এদিকে তুরস্কের পশ্চিমা মিত্ররা এ কঠোর পদক্ষেপের সমালোচনা করছে। তবে আঙ্কারা বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

গত মাসে ডাকা আকস্মিক নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন রজব তৈয়্যব এরদোগান। সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় তার দল  একেপিও। গত সপ্তাহে প্রেসিডেন্ট পদে এরদোগান ফের শপথ নেওয়ার পরই ‘সরকাবিরোধী ষড়যন্ত্রে’র অভিযোগ তুলে এই বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএইচ/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।