ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ট্রেনের ৫ বগি উল্টে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
তুরস্কে ট্রেনের ৫ বগি উল্টে নিহত ১০ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৪ যাত্রী।

রোববার (৮ জুলাই) ট্রেনটি গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ যাত্রী নিয়ে ইস্তাম্বুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধ্যাপক আইউইপ গামুস বলেন, ঘটনাস্থলে ১শটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো আনা হয়েছে।

পরিবহন মন্ত্রণালয় জানাচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে রেললাইনের নিচে স্থলভাগ দূর সরে যাওয়ায় এ দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।