ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে শতাধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে শতাধিক বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে

জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে ১শ’ এর বেশি প্রাণহানি হয়েছে। দেশটির সরকারি এক মুখপাত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বন্যা ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছে।

এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় ২০ লাখ মানুষকে উদ্ধারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

দেশটির এক আবহাওয়া কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এর আগে আমরা এরকম বৃষ্টিপাত দেখিনি। এবারের বৃষ্টিপাত আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে।  

উদ্ধারকাজ চলছে। সোমবার (৯ জুলাই) সকাল থেকে উদ্ধারকারীরা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। অঞ্চলটি প্রচুর কর্দমাক্ত হলেও তারা নিখোঁজদের উদ্ধারে নেমেছে।  

ওকাইয়ামা অঞ্চলের এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, পানির উচ্চতা এখন কমে যাচ্ছে। ফলে আশা করা যাচ্ছে, উদ্ধারকর্মীরা হেঁটেই দুর্গম অঞ্চলগুলোতে যেতে পারবেন।  

হিরোশিমা অঞ্চলে বেশি প্রাণহানি হয়েছে।  

রোববার (৮ জুলাই) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কার্যক্রম চলছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। অন্যদের সাহায্য প্রয়োজন।  

শিকোকু দ্বীপের মটোইয়ামা শহরে শুক্রবার (৬ জুলাই) সকাল থেকে শনিবার (৭ জুলাই) সকাল পর্যন্ত একদিনে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

এছাড়া সোমবার বেশ কিছু অঞ্চলে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।   

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।