ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খাবার দেওয়া হলো গুহা থেকে উদ্ধার সেই কিশোরদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
খাবার দেওয়া হলো গুহা থেকে উদ্ধার সেই কিশোরদের দুই কিশোর ফুটবলার। ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার (০৮ জুলাই) থাইল্যান্ডের গুহা থেকে যে তিন কিশোর ফুটবলারসহ চারজনকে উদ্ধার করা হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুই সপ্তাহের বেশি গুহায় আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছিল এ টিনএজরা। কিন্তু হাসপাতালে এক রাত পার হতেই তারা বিপদমুক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

সোমবার (০৯ জুলাই) সকালে ওই কিশোররা ক্ষুধা পেয়ে খাবার চেয়েছিল। পরে তাদের ভাত এবং মাংস দেওয়া হয়।

তবে সংক্রমণের ঝুঁকির কারণে তারা এখনও তাদের পরিবারের কাউকে দেখতে পারেনি। মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কেউ তাদের স্পর্শও করতে পারবে না। >>আরও পড়ুন.. থাই গুহার ফুটবলারদের উদ্ধারে ফের অভিযান

খুদে ফুটবলারদের উদ্ধারকারীদের প্রধান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গুহা থেকে উদ্ধার করা ওই তিন কিশোর দুর্বল হয়ে পড়েছিল। এখন তারা বল পেয়েছে এবং নিরাপদে আছে। খাবারও দেওয়া হয়েছে। তবে তাদের বাবা-মা এবং পরিবারের সদস্যরা এখনও কাছে যেতে পারেননি। মেডিকেল রিপোর্ট পেলে বোঝা যাবে কেউ তাদের স্পর্শ করলে কোনো সমস্যা হবে কি-না। আপাতত নানা সংক্রমণের ঝুঁকি রয়েছে।

কিশোরদের চিকিৎসকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলছেন, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তাদের খাবার দেওয়ার ব্যাপারে। কারণ অনেক দিন গুহায় ক্ষুধার্ত থেকে তারা রোগা হয়ে গেছে। আর আমরা মেডিকেল রিপোর্ট পেলেই তাদের বাবা-মার সঙ্গে দেখা করিয়ে দেব। এর আগে দেখা করলে সংক্রমণের কারণ হয়ে দাঁড়াতে পারে।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে গিয়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। কোচসহ চারজনকে উদ্ধার করে রাত ৯টায় তা স্থগিত ঘোষণা করা হয়। ভেতরে এখনও রয়ে গেছে আরও নয় কিশোর। এর জন্য সোমবার সকাল ১১টা থেকে আবারও উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।