ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১০ জনের ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুলাই) বিস্ফোরণে শহরের বেশ কয়েকটি দোকান ও যানবাহন পুড়ে যায়।

দেশটির নঙ্গরহার প্রাদেশিক সরকারে এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণে ওই এলাকার দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এছাড়া আফগানিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বোমা বিস্ফোরণে নিহত ১০ জনের মধ্যে আটজন দেশের সাধারণ নাগরিক ছিলেন।

তবে কোনো জঙ্গি গোষ্ঠী এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি আফগানিস্তানে বোমা বিস্ফোরণ বেড়েই চলেছে। তাতে অনেক লোক প্রাণও হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।