ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বকেয়া দাবিতে ট্রাম্পের গাড়ি চালকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
বকেয়া দাবিতে ট্রাম্পের গাড়ি চালকের মামলা ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত গাড়ি চালক নোয়েল সিন্ট্রন। প্রায় ২৫ বছরেরও বেশি সময় ট্রাম্পের অধীনে কাজ করা সিন্ট্রনের অভিযোগ, বাধ্য হয়ে হাজার হাজার ঘণ্টা ওভারটাইম কাজ করলেও তাকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয়নি। 

তাছাড়া ১৫ বছরের মধ্যে মাত্র দুইবার বেতন বৃদ্ধি হয়েছে নোয়েলের। এমনকি দ্বিতীয়বারের বেতন বৃদ্ধিকালে তার স্বাস্থ্য সুবিধা কমিয়ে দেওয়া হয়।

 

সোমবার (৯ জুলাই) নিউইয়র্কের সুপ্রিম কোর্টে বকেয়া বেতনের দাবিতে মামলা করেন তিনি। মামলায় তিনি উল্লেখ করেন, সপ্তাহে তাকে ৫০ থেকে ৫৫ ঘণ্টা কাজ করতে হয়েছে যার ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয়নি। ছুটির দিনগুলোতে কাজ করার জন্য তিনি পারিশ্রমিক পাননি। তাছাড়া নিউইয়র্কের শ্রমিক আইন অনুযায়ী ট্রাম্প তাকে বার্ষিক বেতনের নোটিশ এবং বেতনের সঠিক স্টেটমেন্ট দেননি।

ট্রাম্প অর্গানাইজেশনের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, সিন্ট্রনকে আমরা সবসময় নিয়মিত বেতন দিয়েছি।  

আইন অনুযায়ী টাম্পকে ৩০ দিনের মধ্যে অভিযোগকারীর প্রশ্নের উত্তর দিতে হবে।

বেতননীতির কারণে এর আগেও ট্রাম্প তদন্তের সম্মুখীন হয়েছিলেন। ২০১৬ সালের জুনে এন্ড্রু টেসেরো নামের এক স্থপতি এ সংক্রান্ত একটি অভিযোগ তুলেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে। তবে অভিযোগটি আদালত পর্যন্ত গড়ায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।