ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে ব্রেক্সিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
যুক্তরাষ্ট্রের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে ব্রেক্সিট টেরিজা মে’র সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। 

বৃহস্পতিবার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অবশ্যই প্রভাব ফেলবে।

দুর্ভাগ্যবশত প্রভাবটা হবে নেতিবাচক।  

সপ্তাহজুড়ে নানা আলোচনায় থাকার পর এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মার্চে ব্রিটেন চূড়ান্তভাবে ইইউ ত্যাগ করবে। কিন্তু ইইউ’য়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখার পরিকল্পনায় দু’জন ঊধ্বর্তন মন্ত্রী এরইমধ্যে পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে প্রথম সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি পদত্যাগ করা ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারতেন।  

এসময় ট্রাম্প প্রধানমন্ত্রী টেরিজা মে’কে ‘একজন ভালো মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছেন।  

এছাড়া লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট। সাদিক খান সম্পর্কে ট্রাম্প বলেন, ব্রিটেনের রাজধানী পরিচালনা করতে তিনি ‘ভয়ানক কাজ’ করছেন।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।