ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হেলসিংকি বৈঠক নিয়ে সতর্ক ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
হেলসিংকি বৈঠক নিয়ে সতর্ক ট্রাম্প ...

ইউরোপে ন্যাটো বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক ঘিরে বেশ সতর্ক রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (১৬ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন-ট্রাম্প বৈঠক শুরু হবে।

হেলসিংকি বৈঠক নিয়ে ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে তার প্রত্যাশা সীমিত।

তবে ভালো কিছু হতেও পারে।

২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ১২ জন রাশিয়ান নাগরিকের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, এ বিষয়টি তিনি বৈঠকে উত্থাপন করবেন। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচ্যসূচি নেই।

শুক্রবার (১৩ জুলাই) রুশ নাগরিকদের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই হেলসিংকির বৈঠকটি বাতিলের আহ্বান জানানো হয়।  

তবে রাশিয়া মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া কর্তৃপক্ষ বলছে, বৈঠকের মাধ্যমে তারা দু’দেশের সম্পর্ক উন্নয়ন করতে চান।

বৈঠকে পুতিন ও ট্রাম্প একক বৈঠক করবেন। তাদের আলোচনার সময় শুধু তাদের অনুবাদকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।