ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩০০ কুমির মেরে প্রতিশোধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
৩০০ কুমির মেরে প্রতিশোধ মৃত কুমিরগুলো

ইন্দোনেশিয়ায় উত্তেজিত জনতা প্রায় তিনশটি কুমিরকে মেরে ফেলেছে। এক ব্যক্তিকে কুমির মেরে ফেলার প্রতিশোধ নিতে স্থানীয় জনতা এ কাণ্ড ঘটিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুলাই) ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে নিহত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এ ঘটনা ঘটে।  

স্থানীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির নাম সুগিতো (৪৮)।

 তিনি একটি কুমিরের খামারে তার গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য যান। কুমির প্রথমে ওই ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর তার পায়ে লেজ দিয়ে আঘাত করে। এতে ওই ব্যক্তির প্রাণহানি হয়।  

কর্তৃপক্ষ জানায়, সুগিতোর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে খামারের পাশে থানায় গিয়ে প্রতিবাদ জানান। খামার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দেওয়ার জন্য সম্মতও হয়। কিন্তু কয়েকশ উত্তেজিত জনতা এতে সন্তুষ্ট না হয়ে খামারের দিকে ছুরি, রামদা নিয়ে অগ্রসর হয়। এরপর তারা ২৯২টি কুমিরকে মেরে ফেলে। চার ইঞ্চি লম্বা শিশু কুমির থেকে দুই মিটার লম্বা বয়স্ক কুমির কোনোটাই বাদ যায়নি।

পাপুয়ার সরং ডিস্ট্রিক্টের পুলিশ প্রধান দেওয়া মাদে সিদান সুতরাহনা বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রচুর বন্যপ্রাণীর বাস। প্রত্যেকবছর কুমিরসহ অন্য প্রজাতির প্রাণী এ অঞ্চলে অনেক মানুষকে আক্রমণ করে ও মেরে ফেলে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।