ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বকাপে রাশিয়ায় আড়াই কোটি সাইবার অ্যাটাকের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিশ্বকাপে রাশিয়ায় আড়াই কোটি সাইবার অ্যাটাকের চেষ্টা রুশ প্রেসিডিন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডিন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বকাপের সময় রাশিয়াকে লক্ষ্য করে প্রায় আড়াই কোটি সাইবার অ্যাটাকের চেষ্টা করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িতদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেননি প্রেসিডেন্ট।

সোমবার (১৬ জুলাই) ক্রেমলিন কর্তৃপক্ষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে তারা এ অ্যাটাকের প্রকৃতি বা উৎস সম্পর্কে কিছু বলেনি।


 
বিবৃতিতে পুতিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সাইবার অ্যাটাক ছাড়াও রাশিয়ার তথ্য কাঠামোর সঙ্গে সম্পর্কিত অনেক বিষয়ে অপরাধ সংগঠিত হয়েছে।

আরও বলা হয়, বিশ্বকাপ সফল করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তথ্য সম্পৃক্ত, পরিচালনা ও বিশ্লেষণমূলক কাজে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ বিষয়গুলোতে অনেক মনোযোগও দেওয়া হয়েছিল।

বিশ্বকাপের এ আসর জুনের ১৪ তারিখ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএইচ/টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।