ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গারা নাগরিক হিসেবে মিয়ানমারে ফিরতে চায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
রোহিঙ্গারা নাগরিক হিসেবে মিয়ানমারে ফিরতে চায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফাইল ছবি

রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফিরে যাবে যদি তাদের নিরাপত্তা দেওয়া হয় এবং নাগরিক অধিকার দেওয়া হয়।

জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রানার বার্গনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাকে এ কথা জানায় সেখানে অবস্থানরত শরণার্থীরা। গত ১৪ জুলাই থেকে ১৬ জুলাই ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বার্গনার।

এর সপ্তাহখানেক আগে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলেন।

জাতিসংঘে দেওয়া বিবৃতিতে বার্গনার উল্লেখ করেন, আমি তাদের (রোহিঙ্গা) কাছ থেকে জেনেছি রাখাইন রাজ্যে কতোটা অকল্পনীয় নৃশংসতার মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। এসব নৃশংসতার পরও, যদি নিরাপত্তা নিশ্চিত ও নাগরিকতা দেওয়া হয় তবে তারা ফিরে যাওয়ার আশা করে।

প্রায় এক বছর আগে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর চালানো সহিংসতার কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ আনে জাতিসংঘ যা শুরু থেকেই অস্বীকার করে চলে মিয়ানমার কর্তৃপক্ষ।  

মিয়ানমারের সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিগত নিধন বলে বর্ণনা করেছে জাতিসংঘসহ পশ্চিমা রাষ্ট্রগুলো।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।