ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ফ্লোরিডায় বাংলাদেশিকে গুলি করে হত্যা আইয়ুব আলীকে তার দোকানে গুলি করে হত্যা করা হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আইয়ুব আলী (৬১) নামে এক বাংলাদেশিকে তার দোকানে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে রাজ্যের নর্থ লডারডেল শহরের পার্কল্যান্ড এলাকার মিডো রান কমিউনিটিতে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জয় অগলেসবি বলেন, ডাকাতির উদ্দেশে এক বন্দুকধারী আইয়ুবের দোকানে ঢুকে পড়ে।

এরপর অর্থকড়ি ও মালামাল হাতিয়ে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। তখন আইয়ুবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুবের বন্ধু মাসুদ সাদেক জানান, আইয়ুব ধার্মিক পরিবারের ছিলেন। তার চার সন্তান রয়েছে। পুরো কমিউনিটিতেই তিনি সজ্জন হিসেবে পরিচিত ছিলেন।

এ হত্যাকাণ্ডে জড়িত বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।