ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মঞ্চ ভেঙে পড়ে গেলেন পাকিস্তান জামায়াতের আমির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
মঞ্চ ভেঙে পড়ে গেলেন পাকিস্তান জামায়াতের আমির! মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার পর ধুলোয় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ

পাকিস্তানের পেশোয়ারে নির্বাচনী প্রচারণার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন দেশটির জামায়াত-ই-ইসলামীর আমির সিরাজ উল হক ও অন্য নেতারা। 

জামায়াত-ই-ইসলামীর নেতারা মোহমান্দ জেলায় নির্বাচনী প্রচারণার জন্য জড়ো হন। এসময় মঞ্চে বহন ক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় এমনটি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জামায়াত নেতা সিরাজ ও অন্যরা সুস্থ রয়েছেন।

জামায়াতের নেতাদের নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে পড়ার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এরপর ওই জায়গাটি প্রচুর ধুলোয় আচ্ছন্ন হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।