ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প পুতিন-ট্রাম্প (সংগৃহীত ছবি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।    

ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক টুইট বার্তায় জানিয়েছেন, এই সফরের বিষয়ে আলোচনা চলছে।  

সম্প্রতি পুতিন জানান, যুক্তরাষ্ট্রের জনগণকে রাশিয়া প্রশ্ন করতে চায়।

কিন্তু পুতিনের এ প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেন।  

গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প-পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানালেন। তবে রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠক নিয়ে এখনও কিছু বলা হয়নি।

হেলসিংকির ওই বৈঠকের পর বিতর্কের ঝড় ওঠে। কারণ ট্রাম্প বৈঠকের পরে নিজের বক্তব্য থেকে পিছু হটেন। তবে বৃহস্পতিবার (১৯ জুলাই) ট্রাম্প দাবি করেছেন, তাদের বৈঠক সফল হয়েছে এবং তিনি পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করছেন।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।