ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চাদে বোকো হারামের হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
চাদে বোকো হারামের হামলায় নিহত ১৮ ফাইল ফটো

ঢাকা: আফ্রিকার দেশ চাদে বোকো হারামের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। 

রোববার (২২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিকবাহিনী।  

জানা যায়, দেশটির দক্ষিণে নাইজেরিয়া সীমান্তের পাশে দাবোউয়ার নামের একটি গ্রামে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় বোকো হারামের সদস্যরা হামলা চালায়।

হামলাকারীরা ১০ জন নারীকে অপহরণ করে ও ১৮ জনের গলা কেটে ফেলে। এ হামলায় দুইজন আহত হয়েছেন।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বোকো হারাম নামক ‘জিহাদি’ সংগঠনটির ২০০৯ সালের বিদ্রোহ পর থেকে এ অঞ্চলে ব্যাপক বিধ্বংসী পরিস্থিতি তৈরি করেছে। এ সংগঠনটির বিরুদ্ধে নাইজেরিয়া থেকে অস্ত্র সংগ্রহের অভিযোগও রয়েছে। তাদের বিদ্রোহের ফলে এখনপর্যন্ত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  

চাদ, ক্যামেরুন ও নাইজেরিয়া এ দেশ তিনটির সামরিক শক্তি বোকো হারাম নামক সংগঠনটির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়ছে।

চাদে এ সংগঠনটি বেশ কয়েকবার হামলা চালায়। চলতি বছরের মে মাসে বোকো হারামের হামলায় চাদের সরকারি কর্মকর্তাসহ ৬ জনের প্রাণহানি হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।