ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আর কখনই যুক্তরাষ্ট্রকে শাসাবেন না: ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
আর কখনই যুক্তরাষ্ট্রকে শাসাবেন না: ইরানকে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প-হাসান রুহানি (সংগৃহীত ছবি)

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগের ইতিহাস স্মরণ করিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে আগের মতো আপনাদের ভুগতে হবে।

রোববার (২২ জুলাই) এক টুইট বার্তায় ইরানকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন ট্রাম্প।

রুহানিকে উদ্দেশ্য করে ট্রাম্প টুইট বার্তায় লিখেছেন, আর কখনই আগের মতো যুক্তরাষ্ট্রকে শাসাবেন না।

এরকম হলে আগের মতো আপনাদের ভুগতে হবে।

টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, আমরা এমন কোনো দেশ নই, যারা সংঘর্ষ ও মৃত্যু নিয়ে আপনার উন্মাদের মতো মন্তব্য বরদাস্ত করবে। সাবধান হয়ে যান।  

এর আগে রুহানি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। রুহানি বলেন, মিস্টার ট্রাম্প, সিংহের লেজের সঙ্গে খেলতে আসবেন না। এ কারণে পরে শুধু অনুতাপ করবেন।  

তিনি আরও বলেন, আমেরিকার জানা উচিৎ ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক মানে শান্তি অবস্থা বিরাজ করা। আর ইরানের সঙ্গে যুদ্ধ মানে চরম যুদ্ধ পরিস্থিতি তৈরি করা।      

রুহানির এমন মন্তব্যের পর ইরানের প্রতি এমন সতর্ক বাণী উচ্চারণ করলেন ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।