ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার ২৭ সেনা হত্যার দায় স্বীকার আল শাবাবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
সোমালিয়ার ২৭ সেনা হত্যার দায় স্বীকার আল শাবাবের সোমালিয়ায় আল শাবাবের হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ সোমালিয়ার একটি সামরিক ঘাটিতে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ২৭ সেনাকে হত্যা করেছে জঙ্গি সংগঠন আল শাবাব।

সোমবার (২৩ জুলাই) সংগঠনটি এ ঘটনার দায় স্বীকার করেছে। এর আগে চলতি বছরের জুনে হামলা চালায় আল শাবাব।

এতে সাত সেনাও আহত হয়েছিলেন।

তবে কিসমায়ু শহর থেকে ৫০ কিলোমিটার দূরে বারসানগুনি ঘাটিতে আল শাবাবের এ হামলার বিষয়ে দেশটির সরকারি কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি।

আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, আত্মঘাতী গাড়ি বোমা দিয়ে আমরা প্রথমে হামলা শুরু করি। এরপর আমরা ক্যাম্পের দখল নেই ও ২৭ সেনাকে হত্যা করি। এসময় অনেক সেনা সদস্য জঙ্গলে পালিয়ে গিয়েছিল।  

কিসমায়ুর এক সামরিক কর্মকর্তা বলেন, সামরিক ঘাটিতে আরও সৈন্য পাঠানো হয়েছে। আমরা বুঝতে পেরেছি ঘাটিটিতে বিস্ফোরণ হয়েছে। সোমালি সেনা ও আল শাবাবের মধ্যে চরম যুদ্ধও হয়েছে। কিন্তু এর থেকে বেশি আমাদের জানা নেই।

কিসমায়ু শহর থেকে ৭০ কিলোমিটার দূরের জামামি শহরের অধিবাসীরা ওই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন।

সেখানকার অধিবাসী ওসমান আবদুল্লাহি বলেন, ফজরের নামাজের পর আমরা তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর পাল্টাপাল্টি গুলির শব্দও শোনা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।