ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে বন্যায় ২০ জনের প্রাণহানি, বহু নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ভিয়েতনামে বন্যায় ২০ জনের প্রাণহানি, বহু নিখোঁজ বন্যায় প্লাবিত এলাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: ভিয়েতনামের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টি ও বন্যায়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডজনখানেক নিখোঁজ রয়েছেন বলে দেশটির আবহাওয়া অধিদফতর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে।

গেলো সপ্তাহে উত্তরাঞ্চলীয় এলাকার ইয়েন বাই প্রদেশে বৈরি আবহাওয়ার কারণে ব্যাপক বৃষ্টি হয়। এতে নিম্নাঞ্চলে বন্যা লেগে ওই সময়ই ১০ জন নিখোঁজ হয়ে যান বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

এছাড়া বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রবল বৃষ্টিপাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির থান হোয়া প্রদেশের লং চাঁন জেলার একটি ছোট্ট গ্রামে দ্রুতগতিতে বন্যা দেখা দেয়। এতে সারা এলাকা প্লাবিত হয়ে ডজনখানেক বাড়ি-ঘর ডুবে যায়।

স্থানীয় লুইং ভ্যান হং বলেন, বন্যা এতো দ্রুত এসেছে যে আমরা আশ্রয় নিতেও সময় পাইনি। সামান্য সময়ে কিছু বাসিন্দা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিতে পেরেছে।

লং চাঁন জেলা চেয়ারম্যান নাগুয়েন জুয়ান হং বলেন, ঘুমন্ত অবস্থায় ওই গ্রামের চার পরিবারের লোকজনকে বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়। পরে সোমবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে বসতভিটা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিশুসহ কয়েকজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক মানুষ মারা যায় বলে নাগুয়েন জুয়ান উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।