ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাতে জাপানে আঘাত হানবে টাইফুন ‘জংদারি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
রাতে জাপানে আঘাত হানবে টাইফুন ‘জংদারি’ টাইফুন ‘জংদারি’র উপগ্রহের ছবি/ সংগৃহীত

ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে জাপান উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন ‘জংদারি’। শক্তিশালী টাইফুনটি শনিবার (২৮ জুলাই) রাতে বা রোববার (২৯ জুলাই) প্রথম প্রহরে আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপান আবহাওয়া অধিদফতর।

এদিকে ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, ভূমিধস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে অধিদফতর। সেইসঙ্গে তীব্র বেগে বয়ে যাওয়া বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

এখন পর্যন্ত উপকূলের লোকজনকে সরে যাওয়ার কোনো বার্তা না দিলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে অন্তত দেড়শ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।  

শেষ খবর পর্যন্ত সামুদ্রিক ঝড়টি টোকিও থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।

আঘাতের পর টাইফুনটি জাপান উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছেন আকু ওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যাডাম দৌতি।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।