ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকধারীসহ গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
টেক্সাসে বন্দুকধারীসহ গুলিতে নিহত ৫ টেক্সাস

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের একটি নার্সিং হোমে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারীকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে টেক্সাস পুলিশ।

স্থানীয় সময় অনুসারে শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শহরটির সচিব হেরম্যান রদ্রিগেজ জানিয়েছেন, টেক্সাসের রবস্টাউনে করপাস ক্রিস্টির বহিরাংশে একটি নার্সিং হোমের গ্রাউন্ডে এক বন্দুকধারী সন্ধ্যা ৭টার দিকে গুলি চালানো শুরু করে।

পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। এরপর নার্সিং হোমের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বন্দুকধারী বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তবে বন্দুকধারী নিজেকে গুলি করে নিহত হতে সক্ষম হয়েছে কি-না সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।