ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১০ ভূমিকম্প পরবর্তী ল্যামবকের ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে ল্যামবক দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু লোক।

রোববার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে দ্বীপের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৩ লাখ ১৯ হাজার মানুষের বসবাসের শহর মাতারাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের পর এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

ভূমিকম্পের পরই ‘হলুদ’ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ, যার মাধ্যমে ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি জানানো হয়। যদিও কোনো ধরনের সুনামি সতর্কতা দেখায়নি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে দ্বীপের অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ে। এতে চাপা পড়ে মারা যায় কয়েকজন। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি, গাছপালা উপড়ে পড়ে থাকতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।