ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে চোরাচালান রোধে ৬৮ স্পোর্টস কার ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
ফিলিপাইনে চোরাচালান রোধে ৬৮ স্পোর্টস কার ধ্বংস বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে স্পোর্টস কারগুলো। ছবি: সংগৃহীত

ঢাকা: চোরাচালান রোধে কঠোর প্রদক্ষেপ নিয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি অবৈধভাবে পাচার করে আনা ৭৫ টিরও বেশি বিলাসবহুল স্পোর্টস কার ও মোটরসাইকেল বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন।

ধ্বংস করা এসব যানগুলোর মূল্য ২৯৮ মিলিয়ন পেসো বা ৪.২৬ মিলিয়ন পাউন্ড বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

সোমবার (৩০ জুলাই) ফিলিপাইনের উত্তরাঞ্চলে সরকারের নির্দেশে অবৈধ ৬৮টি স্পোর্টস কারসহ মোটরবাইক ধ্বংস করে দিনব্যাপী এমন ‘জনসচেতনতামূলক কর্মসূচি’ চালায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

 

এসময় মাথায় একটি সাদা হার্ড-টুপি পড়ে প্রেসিডেন্ট নিজে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এর আগে দেশের শুল্ক গোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাগজপত্র যাচাই-বাচাই করে এসব গাড়ি ও মোটরবাইকগুলো জব্দ করে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে স্পোর্টস কারগুলো।  ছবি: সংগৃহীতএ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল থেকে প্রায় ৮০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে গাড়িগুলো ধ্বংস করেন। এসময় আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, আমার সরকারের মেয়াদকালে সকল প্রকার দুর্নীতি রোধ করতে চাই। চোরাচালান নির্মূলের অংশ হিসেবে বুলডোজার দিয়ে মূল্যবান যানবাহন ধ্বংস করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ আমার।

দুতার্তে বলেন, আমি অবৈধভাবে আমদানি করা গাড়িগুলো ধ্বংস করেছি। কারণ দেশে সুন্দর ব্যবসা নিশ্চিত করতে চাই। আমি জানি অবৈধ আমদানির কারণে দেশে বিনিয়োগ বা ব্যবসা হ্রাস পাবে। এজন্য কার্যকরী উদ্যোগ নিয়েছি। বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে স্পোর্টস কারগুলো।  ছবি: সংগৃহীত তিনি আরও বলেন, ফিলিপাইনজুড়ে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার প্রথম ধাপ হলো অবৈধ কোনো কিছুর স্থান না দেওয়া। আমি সেটাই করেছি।

অবশ্য, ২০১৬ সালে দেশটির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েই রদ্রিগো দুতার্তে বলেছিলেন, আমার দেশে দুর্নীতি চলবে না। আমি তা প্রতিরোধ করবো শক্ত হাতে। এর জন্য যা করার তাই করতে চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।