ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান ব্যাপক মহড়ার প্রস্তুতি নিচ্ছে: যুক্তরাষ্ট্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
ইরান ব্যাপক মহড়ার প্রস্তুতি নিচ্ছে: যুক্তরাষ্ট্র ইরানের নৌজাহাজের টহল। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বলছে, পরবর্তী দিনগুলোর জন্য উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপকভাবে মহড়ার প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তারা বলছেন, বার্ষিক এ মহড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উত্তেজনা আরও বাড়াবে।

বুধবার (০১ আগস্ট) মার্কিন কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।  

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে আসা ও তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের কারণে দুদেশের সম্পর্কের অবনতি হয়।

ইরানের ঊধ্বর্তন কর্মকর্তারাও অবশ্য দেশটির তেল রফতানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য হুশিয়ারি দিয়েছিলো।  

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেছে, ইরান সামরিক ক্ষেত্রে প্রস্তুতি বাড়াচ্ছে। হরমুজ প্রণালীতেও সামরিক মহড়া বাড়িয়েছে ইরান।  

মার্কিন নৌবাহিনীর প্রধান মুখপাত্র বিল আরবান বলেন, আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের সামরিক প্রস্তুতি বাড়ানোর ব্যাপারে আমরা নজরদারি করছি। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।

তিনি বলেন, আমরা খুব সূক্ষ্মভাবে এ ব্যাপারটা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক জলপথ সুরক্ষায় কাজ করছি।  

ইরান ১০০ এর বেশি জাহাজ নিয়ে উপসাগরীয় অঞ্চলে মহড়া দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।