ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার অভিবাসন কেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
অস্ট্রেলিয়ার অভিবাসন কেন্দ্রে আগুন

সিডনি: অস্ট্র্রেলিয়ার অভিবাসন কেন্দ্রে রোববার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুখোশ পড়ে ও হাতে লাঠি নিয়ে কিছু লোককে ভবনটির ছাদে আগুন নেভাতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশনের প্রতিবেদনে একথা জানা যায়।

অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশন জানায়, ডারউইন অভিবাসন আটক কেন্দ্রের একটি অংশে ৫শ’ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশি অবস্থান করছিল। সেখানেই অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে।

ঘটনা নিয়ন্ত্রণে জরুরি সেবা বিভাগের সঙ্গে কাজ করা হচ্ছে জানালেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় অভিবাসন বিভাগ।

একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেন্দ্রের কাজ এগিয়ে চলছে। ’

নৌকায় করে অষ্ট্রেলিয়ায় আসা লোকদের বাধ্যতামূলকভাবে আটকাবস্থায় থাকার নীতি চালু আছে।

এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মূল ভূখন্ডে তাদের জন্য একটি অভিবাসন কেন্দ্র খোলার চাপ রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।