ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রিটেনে ইসলাম বিরোধীদের মিছিলে সংঘর্ষ, আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
ব্রিটেনে ইসলাম বিরোধীদের মিছিলে সংঘর্ষ, আটক ১৩

ব্র্যাডফোড: ব্রিটেনের ব্র্যাডফোর্ড শহরে শনিবার ইসলাম বিরোধী দল ও ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ১৩ জনকে আটক করেছে।



পুলিশের উপস্থিতিতে দুই দল মিছিল করার সময় ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) কর্মীরা বিরোধীদের ওপর বোতল, পাথর ও স্মোক বোমা নিক্ষেপ করে। এতে বিক্ষোভ ছড়িয়ে পরে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সহিংসতা এড়াতে পুলিশ ওই শহরে ইডিলের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে। পরে তারা ইয়র্কশায়ারে ছোট আকারে বিক্ষোভ করার চেষ্টা করছে। এলাকটি ব্রিটেনে বৃহত্তর পাকিস্তানি বসবাসকারীদের এলাকা।
 
বিক্ষোভকারীরা মুসলমানদের বিরুদ্ধে প্লাকার্ড বহন করে। এতে লেখা ছিল, ‘শরিয়া আইন মানি না’।

পুলিশ জানিয়েছে, দুই দলেই এক হাজারের বেশি সমর্থক ছিলেন।

ইডিএল এর নিরাপত্তা প্রধান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা মৌলিক ইসলামের বিরুদ্ধে, অন্যান্য মুসলিমদের বিরুদ্ধে। ’

ইডিএলের একজন সমর্থক আব্দুল সালাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা সবাই শান্তি চাই, আমরা চাই শান্তিপূর্ণ ব্রিটেন। এই দেশে কোনো সন্ত্রাসী হামলা চাই না’।

উল্লেখ্য, ১০ বছর আগে এধরনের সহিংসতায় ২০০ জন আটক এবং তিনশর বেশি পুলিশ আহত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad