ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানিতে প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানিতে প্রস্তুত ভারত রেল লাইনে তেলের কন্টেইনারের সংগৃহীত ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে আরও তেল ও গ্যাস আমদানির জন্য প্রস্তুত ভারত। বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সাংবাদিকদের একথা জানান।  
  
সম্মেলনে যোগ দিতে এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সিঙ্গাপুর সিটিতে অবস্থান করছেন তিনি।

 

বিজয় গোখলে বলেন, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করতে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।  
মধ্যপ্রাচ্যের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে চলতি মাসের শুরুতে ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারত, চীন, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, গ্রিস ও তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  

পরবর্তীতে তেলের দাম বাড়ার আশঙ্কায় ওয়াশিংটন ভারতসহ আট দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়।  

গোখলে বলেন, চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারত ৪ বিলিয়ন ডলারের তেল আমদানি করবে বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।