ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের রাজ্য সভায় পরমাণু দায় বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
ভারতের রাজ্য সভায় পরমাণু দায় বিল পাস

নয়া দিল্লি: ভারতের পার্লামেন্টে সোমবার বহু প্রতীতি পরমাণু দায় বিলটি পাস হয়েছে। এ বিল পাসের ফলে ভারতের পরমাণু সেক্টরে বিদেশি কোম্পানিগুলো পুঁজি বিনিয়োগের সুযোগ পাবে।



‘সিভিল লায়াবিলিটি ফর নিউকিয়ার ড্যামেজ বিল’ কণ্ঠভোটে রাজ্য সভায় পাস হয়েছে। এ বিল অনুযায়ী এখন আন্তর্জাতিক কোম্পানিগুলো ভারতে পরমাণু চুল্লি নির্মাণ করতে পারবে। বিলটি পাসের ব্যাপারে ভারতের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলে আসছে।

এ বিল অনুযায়ী পরমাণু তিপূরণ দাবিসংক্রান্ত একটি কমিশন গঠন করা হবে। একইসঙ্গে একজন কমিশনারও নিয়োগ দেওয়া হবে।

গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের প্রায় পূর্ণ সমর্থনে নিম্নক লোকসভায় বিলটি পাস হয়। এ বিল অনুযায়ী, ভারতে পরমাণু চুল্লি নির্মাণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে বিদেশি কোম্পানিগুলো ৫০০ কোটি থেকে ১৫০০ কোটি রুপি তিপূরণ দেবে।

বিলটি এখন দেশটির প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের কাছে পাঠানোর হবে। তার অনুমোদনের পর এটি আইনে পরিণত হবে। বিলটি পাসের সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্য সভা কে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।