ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ত্রাণ সরবরাহে ‘নজিরবিহীন’ ধীরগতি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
পাকিস্তানে ত্রাণ সরবরাহে ‘নজিরবিহীন’ ধীরগতি: জাতিসংঘ

ইসলামাবাদ: ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানে ত্রাণ তৎপরতার ধীরগতিকে জাতিসংঘ বৃহস্পতিবার ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। এদিকে তহবিলও শেষের দিকে বলে জানানো হয়েছে।



জাতিসংঘের (ওসিএইচএ) সমন্ময় সংস্থার প্রধান ম্যানুয়েল বেসলার বলেন, ‘এটা একটি নজিরবিহীন মানবিক কার্যক্রম’।

তিনি আরও বলেন,‘ উত্তরের কারাকোরাম পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণের আরব সাগর পর্যন্ত ‘আমাদের কমপক্ষে আরও ৮০ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে’।

জাতিসংঘের মতে, বন্যায় ১৭০০ মানুষ নিহত এবং এক কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও ৮০ লাখ মানুষ ত্রাণ সেবার বাইরে রয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ১৫ আগস্ট পাকিস্তান সফর করেন। তার সফরের পর থেকেই উল্লেখযোগ্য ভাবে ত্রাণ তহবিলে অর্থের পরিমান বাড়তে থাকে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত এক সপ্তাহে ত্রাণ তহবিল ২৭৪ মিলিয়ন ডলার থেকে ২৯১ মিলিয়ন ডলার হয়েছে। যা প্রয়োজনের মাত্র ৬৩ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।