ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
পাকিস্তানের হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান

পাকিস্তান: পাকিস্তানের লাহোরে শিয়া মুসলমানদের শোভাযাত্রায় বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। বুধবারের ওই হামলায় ৩৩ জন নিহত হয়।



বন্যা বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানে এটিই ছিল তালেবানের প্রথম হামলা।

আত্মঘাতী বোমা হামলাকারী দলের মুখপাত্র হুসাইন মাসুদ টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সের কাছে হামলার দায়িত্ব স্বীকার করে বলেন, নিরাপরাধ সুন্নিদের হত্যার প্রতিশোধ এটি।

মুখপাত্র হুসাইন মাসুদ রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে হামলাকারীর ভিডিও ফুটেজ রয়েছে। আমরা তা প্রকাশ করবো। ’
   
দুই দশকে পাকিস্তানে এধরনের হামলার ঘটনায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের হাজার হাজার লোক নিহত হয়েছে।

পাকিস্তানে তালেবানদের নেতা হাকিমুল্লাহ মাসুদের তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা হুসাইন।

বুধবার টিটিপিকে বিদেশি জঙ্গি সংগঠণ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হাকিমুল্লাহ, রেহমান এবং হুসাইনের সন্ধান ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান ।

গত ডিসেম্বরে আফগানিস্তানে মার্কিন সেনা ঘ্্যটিতে ৭জন সিআইএ সদস্যকে হত্যার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা হুসাইনকে দায়ি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।