ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২৩ ক্রুসহ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানি রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হাতে আটক হয়েছিল ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইমপেরো। সেই তেল ট্যাংকারের সাত ক্রুকে ফেরত দিচ্ছে তেহরান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেছেন, মানবিক কারণে সাতজন ক্র মুক্তি পাচ্ছেন। শিগগির তারা এ দেশ ছাড়ার অনুমতি পাবেন।
এ পরিপ্রেক্ষিতে ট্যাংকারটির পরিচালনা প্রতিষ্ঠান স্টেনা বাল্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক হ্যানেল বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, ইরানে আমাদের সাত ক্রুর অগ্নিপরীক্ষা শিগগির শেষ হতে যাচ্ছে। তারা তাদের পরিবারে ফিরে আসতে পারবেন। যাহোক, আমরা সতর্কতার সঙ্গে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছি।
এর আগে গত জুলাইয়ে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর হাতে আটক হয়েছিল ইরানি সুপার তেল ট্যাংকার ‘অ্যাদ্রিয়ানা দারিয়া-১ (আগের নাম ‘গ্রেস-১’)। এর জবাবে কয়েকদিনের মধ্যেই ইরানি বাহিনী আটক করে স্টেনা ইমপেরো। এই তেল ট্যাংকারে ১৮ জন ভারতীয় নাগরিকসহ ২৩ জন ক্রু ছিলেন বলে জানা যায়। তবে ব্রিটেন ইরানের ট্যাংকার ছেড়ে দিলেও তেহরান স্টেনা ইমপেরো এখনও ছাড়ার ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
আরও পড়ুন>> অনেক ঘটনার জন্ম দিয়ে সিরিয়াতেই পৌঁছাল ইরানি ট্যাংকার
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিএ