বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, আগাম জামিন আবেদন নামঞ্জুর করে দিল্লির একটি আদালত ওই কংগ্রেস নেতাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জুডিসিয়াল কাস্টডিতে নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ কাস্টডির মেয়াদ শেষ হওয়ার পর ওই জামিন আবেদন করেছিলেন তিনি। আদালত তাকে কারাগারে ওষুধ নেওয়ার অনুমতি ও পৃথক সেলে রাখারও নির্দেশ দেন।
কারাগারে চিদাম্বরমকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।
বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি