মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নিরাপত্তাকর্মীদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিছিল চলাকালে রাস্তার পাশের একটি স্থাপনা হঠাৎ ধসে পড়ে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-আল-বদর জানান, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।
কারবালার এক নিরাপত্তাকর্মী জানান, মানুষের অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
আশুরা পালনকালে সাম্প্রতিক সব দুর্ঘটনার মধ্যে মঙ্গলবারের এ ঘটনাই সবচেয়ে ভয়াবহ। এদিন, নবী-দৌহিত্র হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে লাখ লাখ শিয়া মুসলমান কারবালা প্রান্তরে জড়ো হন। কালো পতাকা নিয়ে ঐতিহাসিক তাজিয়া মিছিলে যোগ দিয়েছিলেন তারা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯ (আপডেট: ২০৪৩)
একে