ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে গত বুধবার (১১ সেপ্টেম্বর) দিল্লিতে একটি ট্রাকের প্রায় দুই লাখ রুপি জরিমানা করা হয়েছে। ওভারলোডসহ আরও কিছু অপরাধে ট্রাকচালককে ১ লাখ ৩১ হাজার রুপি ও মালিককে ৬৯ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
গত ১ তারিখ থেকে কার্যকর হওয়ার পর নতুন আইনে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় জরিমানার ঘটনা।
এর আগে, ট্রাফিক আইন না মানার দায়ে রাজস্থানের এক ট্রাকমালিককে ১ লাখ ৪১ হাজার রুপি জরিমানা করা হয়। গত সপ্তাহে উড়িষ্যার আরেক ট্রাকচালক জরিমানা দিয়েছেন ৮০ হাজার রুপি।
আরও পড়ুন> সিনেমার কাহিনী বাস্তবে দেখাচ্ছে ভারত!
এত বড় অঙ্কের জরিমানা নিয়ে গোটা ভারতজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিরোধীদলগুলো সরাসরি প্রতিবাদ জানিয়েছে এ আইনের।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আইন প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তার রাজ্য এ ধরনের কঠোর নিয়ম জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিজেপিশাসিত গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটক ঘোষণা দিয়েছে, তারা কারও ওপর নতুন আইনের বড় জরিমানা আরোপ করবে না।
মধ্য প্রদেশ, কেরালা, দিল্লির মতো বিরোধীদল-শাসিত রাজ্যগুলোও ইঙ্গিত দিয়েছে, কঠোর নিয়ম কার্যকর না করার।
তবে, নতুন আইন কার্যকরের পক্ষে সাফাই গেয়ে দেশটির সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেড় লাখ মানুষ মারা যান, যার ৬৫ শতাংশই ১৮-৩৫ বছর বয়সী। তারা কোনো সন্ত্রাসী হামলা বা দাঙ্গায় প্রাণ হারাচ্ছেন না। দুর্ঘটনার হাত থেকে মানুষের জীবন বাঁচাতেই এ জরিমানার বিধান চালু হয়েছে। এটি দল, মত, রাজ্য সরকারের ঊর্ধ্বে থাকা উচিত। এটি কার্যকর করতে সবার সাহায্য দরকার।
আরও পড়ুন> জেল-জরিমানা কয়েকগুণ বাড়িয়ে ভারতে নতুন ট্রাফিক আইন চালু
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
একে