ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি প্রতিষ্ঠার এখনই সময়: হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
শান্তি প্রতিষ্ঠার এখনই সময়: হিলারি

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বলেছেন, দীর্ঘ দিনের দ্বন্দ্ব কাটিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার এখনই সময়।

ওয়াশিংটনে নেতানিয়াহু এবং মাহমুদ আব্বাসের বৈঠকের পর শুক্রবার হিলারি দুই দেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষৎকার দেন।

এসময় তিনি বলেন, ‘আমি মনে করি নিরাপত্তা, রাজ্য এবং শান্তি শুধু ইসরায়েল অথবা ফিলিস্তিনের জন্য না, দুই পক্ষের জন্য প্রয়োজনীয়।

হিলারি আরও বলেন, ‘দুই নেতাই বুঝতে পেরেছেন তাদের জনগণের জন্য সমাধান খোঁজা কতটা প্রয়োজন’।


আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর রুদ্ধদার  বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন দুই নেতা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।