বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানিয়েছে তার পরিবার।
বেন আলির আইনজীবী মুনির বেন সালহা জানিয়েছেন, বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
এদিকে, আফ্রিকান দেশ তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ চাহেদও দেশটির প্রায় ২৩ বছর শানন করে আসা বেন আলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সৌদি আরবে বেন আলির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুনির বেন সালহা।
১৯৮৭ সালের ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন বেন আলি। ২০১১ সালে তার বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থান শুরু হয়। পরে তার স্বৈরশাসনে অতিষ্ঠ জনগণের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি পালিয়ে যান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
টিএ