ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় সাড়ে ৪ হাজার বন্দির গণঅনশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
ভেনিজুয়েলায় সাড়ে ৪ হাজার বন্দির গণঅনশন

কারাকাস: ভেনিজুয়েলার ৩টি কারাগারের সাড়ে ৪ হাজারেরও বেশি বন্দি গণঅনশন শুরু করেছেন। কারাগারের নিরাপত্তা কর্মীদের অত্যাচার, বিচার কার্যে বিলম্ব ও কারাগারের ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখার প্রতিবাদে তারা এ সপ্তাহ থেকে গণঅনশন শুরু করেন।

খবর এএফপির।

কারাকাসের একটি সংবাদ মাধ্যম জানায়, টোকোরন কারাগারে তিন হাজার ৪০০, ভিস্তা কারাগারের এক হাজার ১৩৭ এবং মিনিমা কারাগারের ৮০ জন বন্দি অনশনে যোগ দিয়েছেন।

এ সপ্তাহে টোকোরন কারাগারে এক বন্দিকে নিরাপত্তা কর্মীরা শারীরিক ও মানসিক নির্যাতন করলে এর প্রতিবাদে অনশন শুরু হয়।

বান্দিরা এসময় স্বাস্থ্য সুবিধাসহ দর্শানর্থীদের পরিদর্শনের সুবিধাদি বাড়ানোর দাবি জানান।

অ্যান্টনিও মোনিলা নামে এক অনশনকারী সংবাদমাধ্যমকে জানায়, অনশনরতদের নিরাপত্তা কর্মীরা মারধর করেছে। লাথি মেরেছে।

জুলিও মারটিনেজ নামে এক বন্দি দুবছর ধরে ভিস্তা কারাগারে আটক রয়েছেন। তিনি অন্যদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি জানান, আমরা অনশনে যোগ দিয়েছি। কারণ, নিরাপত্তা কর্মীরা বন্দিদের নির্যাতন করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩০ঘণ্টা, সেপ্টেম্বর, ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।