ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
চীনে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩৬ প্রতীকী ছবি

চীনের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, চীনের জিয়াংশু প্রদেশে এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসটিতে ৬৯ জন যাত্রী ছিলেন। এটিই ছিল বাসটির সর্বোচ্চ ধারণক্ষমতা।  এ ঘটনায় ৩৬ জন নিহতের পাশাপাশি ৯ জন গুরুতর আহত হয়েছেন। সামান্য আঘাত পেয়েছেন আরও ২৬ জন যাত্রী।

 

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাসের সামনের দিকের বাম চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ পরিচালনার জন্য আট ঘণ্টা বন্ধ ছিল চ্যাংচুন-শেনঝেন মহাসড়ক।  পরে এটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চীনে সাধারণ ঘটনায় রূপ নিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুধুমাত্র ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর ফলে সৃষ্ট দুর্ঘটনায় অধিকাংশের প্রাণ গেছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।