রোববার (২৯ সেপ্টেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, বিগত চার দিনের ভারী বর্ষণ ও এর থেকে সৃষ্ট বন্যায় উত্তর প্রদেশে প্রাণহানি হয়েছে অন্তত ৭৩ জনের।
ভারী বর্ষণ ও বন্যায় উত্তর প্রদেশের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া তলিয়ে গেছে অনেকের ঘরবাড়িও। ফলে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ।
এদিকে বন্যার্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে উত্তর প্রদেশের ডিভিশনাল কমিশনার ও বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেন, বিগত কয়েকদিনের ভারী বর্ষণ ও এর থেকে সৃষ্ট বিভিন্ন ঘটনায় উত্তরাখন্ড, কাশ্মীর, রাজস্থান ও মধ্য প্রদেশেও অনেকের প্রাণহানি হয়েছে।
অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে তলিয়ে গেছে বিহার রাজ্যও। ব্যাঘাত ঘটেছে সেখানকার যোগযোগ ব্যবস্থাতে। বিহারের রাজধানী পাটনাতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারী বর্ষণ ও বন্যার কারণে বন্ধ রাখা হয়েছে ভারতের এসব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এছাড়া বন্যার্তদের সহায়তায় উদ্ধারকর্মীরা কাজ করছে বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসএ/