ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি, নিহত অন্তত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
জার্মানিতে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি, নিহত অন্তত ২

জার্মানির স্যাক্সনি অ্যানহাল্ট প্রদেশে ইহুদিদের উপাসনালয়ের (সিনাগগ) বাইরে দুর্বৃত্তের গুলিতে এক নারীসহ অন্তত ২ জন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) প্রদেশের হ্যালা শহরে এ ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী একটি সাবমেশিনগান থেকে বেশকিছু গুলি চালায়। এতে এক নারীসহ ২জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। এ সময় ইহুদিদের কবরস্থানে একটি হ্যান্ডগ্রেনেডও ছুঁড়ে মারা হয় বলে খবরে বলা হয়।  
পরে হামলাকারী ঘটনাস্থল থেকে ল্যাপজি শহরের দিকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।  
এ পরিস্থিতিতে পুলিশ মানুষজনকে ঘরবাড়িতেই অবস্থান করার পরামর্শ দিয়েছে। যারা বাইরে আছে তাদের নিরাপদ জায়গা খুঁজে নিতে বলা হয়েছে। হামলাকারীকে ধরতে জরুরি ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।