মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীনগরে বিক্ষোভকালে তাদের আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদিন লাল চকের কাছে প্রতাপ পার্কে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন আন্দোলনকারীরা।
গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের জেরে উপত্যকা এলাকায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। কয়েক ঘণ্টার ব্যবধানে আটক বা গৃহবন্দি করা হয় শতাধিক শীর্ষ নেতাকে, বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, মোবাইল-টেলিফোন, ইন্টারনেট সেবা।
প্রায় দু’মাস অবরুদ্ধ থাকার পরে সম্প্রতি কারফিউ তুলে নেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে মোবাইল সেবাও। তবে, এখনো ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আটক নেতারা কবে নাগাদ মুক্তি পাবেন, তা-ও বলতে পারছেন না কেউ।
কাশ্মীরে আটক শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তার ছেলে ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতিসহ আরও অনেকে।
এর মধ্যে ৮৩ বছর বয়সী ফারুক আব্দুল্লাহকে শ্রীনগরের নিজ বাড়িতেই ‘সাবজেল’ বানিয়ে বন্দি রাখা হয়েছে। আর ওমর আব্দুল্লাহ গৃহবন্দি রয়েছেন শ্রীনগরের হরি নিবাসে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
একে