বুধবার (১৬ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনিসাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ‘পিস স্প্রিং’ নামের এ অভিযানে এখন পর্যন্ত ১৩৬ সিরীয় সেনা আহত হয়েছেন।
বর্তমানে সিরিয়া-তুর্কি সীমান্তের তাল আবিয়াদ ও রাস আল-আইন জেলায় বিভিন্ন কুর্দি গোষ্ঠীর সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষ চলছে। এরই মাঝে তুর্কি সেনারা উত্তরাঞ্চলের দুটি জেলাসদর, একটি শহর ও দশটি গ্রাম কুর্দিযোদ্ধামুক্ত করেছে বলে খবরে বলা হয়।
তুরস্কের দাবি, ৩০ বছরেরও বেশি সময় ধরে কুর্দিঅধ্যুষিত সংগঠন পিকেকে তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তালিকায় পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন। এ সংগঠনটিকে নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এইচজে