আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এবছর ভারতীয় উপমহাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা, কায়ার ও মহা।
চলতি বছরে আরব সাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল বায়ু।
এর আগে, আরব সাগরে এক বছরে চারটি ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল ১৯০২ সালে।
এই উপমহাদেশে আঘাত হানা সব ঘূর্ণিঝড়ই আরব সাগরে সৃষ্টি হয় না, কিছু কিছু বঙ্গোপসাগরেও হয়। এবছর আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী ও সাম্প্রতিক ঝড় বুলবুলও সৃষ্টি হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এই সাগরে।
আবহাওয়াবিদদের মতে, আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি নতুন কিছূ নয়। তবে, অক্টোবর-নভেম্বর মাসে হলে সেটি কিছুটা ব্যতিক্রমই বটে। কারণ, এই সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বঙ্গোপসাগরে। আর আরব সাগরে এক বছরে চার-চারটি বড় ঘূর্ণিঝড়ের ঘটনাও বিরল।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
একে