রোববার (১০ নভেম্বর) বলিভিয়ায় ফের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে মোরালেসের প্রতিশ্রুতির বিষয়টি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ২০ অক্টোবর বলিভিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছিল।
আরও পড়ুন>> টানাহেঁচড়ার পর সড়কেই কেটে দেওয়া হলো মেয়রের চুল
ওই সংস্থার পর্যবেক্ষকরা দাবি করেছেন, তারা ভোট গণনার ক্ষেত্রে ‘স্পষ্ট জালিয়াতি’ খুঁজে পেয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি নতুন রাউন্ড প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ করে। দাবি মেনে নিয়ে মোরালেস নতুন রাউন্ড নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে, এখনো নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
এর আগে ২০ অক্টোবরের নির্বাচনে মোরালেস পেয়েছিলেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্লোস মেসা পেয়েছিলেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট।
এদিকে বলিভিয়ায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আন্দোলন। সরকারপক্ষ-বিরোধীদের মধ্যে হওয়া অসংখ্য সংঘাতে ঘটেছে প্রাণহানির ঘটনাও।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এইচএডি/