ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংঘাতের অভিশাপে বিবর্ণ ইরাকের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
সংঘাতের অভিশাপে বিবর্ণ ইরাকের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র

হামেদ সালামা আলি তখন ২১ বছরের তরুণ। কাজের খোঁজে মিশরের মানসুরা ছেড়ে ইরাকে পাড়ি জমিয়েছিলেন। সালটা ১৯৮৫। হামেদ সালামার ভাগ্য ভালো বলতে হবে। এসেই তিনি কাজ পেলেন ইরাকে ছুটি কাটানোর অভিজাত গন্তব্য হয়ে ওঠা আল হাব্বানিয়া ট্যুরিস্ট ভিলেজে। ছুটি উপভোগের সব রসদই ছিল সেখানে। তবে এখন সেই জৌলুস, সমৃদ্ধি বা আভিজাত্য কোনোটিই নেই হাব্বানিয়ার।

১৯৮৫ থেকে ২০১৯। জীবনের ৩৪টি বছর এখানে পার করেছেন ৫৫ বছর বয়সী হামেদ সালামা আলি।

হাব্বানিয়াকে মনোহারী পর্যটনকেন্দ্র থেকে বিবর্ণ হতে দেখার দুর্ভাগা সাক্ষী তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে হামেদ সালামা বলছিলেন, ‘এখন নিতান্তই সাধারণভাবে পড়ে আছে ফাইভ স্টার মানের রেস্টুরেন্টটির ইভেন্ট হল। ’

কথার মাঝেই হঠাৎ খেই হারিয়ে ফেলেন হামেদ সালামা। বিড়বিড় করে বলতে থাকেন, ১৯৮১ সাল থেকে ১৯৮৮। কী ছিল না তখন? এটুকু হাব্বানিয়ার জন্য ছিল সোনায় মোড়ানো সময়।

হ্রদের পাড়ে ভলিবল খেলার আয়োজন।  ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের ৯০ কিলোমিটার পশ্চিমে দেশটির আনবার প্রদেশে অবস্থিত হাব্বানিয়া ট্যুরিস্ট ভিলেজ। এটি ফ্রান্সের সাগরঘেঁষা একটি গ্রামের আদলে সাজানো হয়েছিল। হ্রদের তীরে বানানো হয়েছিল নানা রংয়ের ঘর। যাত্রা শুরুর দশকে ইরাকে ছুটি কাটানোর জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠার কারণে ফুলেফেঁপে উঠেছিল ট্যুরিস্ট ভিলেজটির কোষাগার। এতে ছিল সুদৃশ্য এবং নানা সুবিধা সম্বলিত ৩০০টি রুম আর ৫০০ বাংলো।

ধীরে ধীরে ছুটি কাটানোর জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পাওয়া এ ভিলেজে স্থানীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের রাজনীতিবিদ, তারকারা ছুটি কাটাতে আসতেন। বিশেষ করে ছুটি কাটাতে দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার পরিবারের প্রিয় গন্তব্যও ছিল এটি। তাদের পছন্দের ‘হোয়াইট ভিলা’ নামে পরিচিত স্বতন্ত্র বাংলোটি এখনো দাঁড়িয়ে আছে সেখানে।

অতিথিদের আপ্যায়নে থাকতো দেশি এবং বিদেশি বিভিন্ন পদের রান্না। সন্ধ্যায় জ্বলতো মোমবাতি, টেবিলে বিছানো থাকতো সাদা লিলেন কাপড়। এখানেই শেষ নয়! অতিথিদের মনোরঞ্জনের জন্য বিদেশি শিল্পিরা সংগীত পরিবেশন করতেন গভীর রাত অবধি।

ট্যুরিস্ট ভিলেজের বাংলো।  ছবি: সংগৃহীত

তখন নতুন বছর উদযাপন করতে মানুষ একমাস আগে থেকে রুম বুক করে রাখতো এ ভিলেজে। সেসময়ের জনপ্রিয় মিশরীয় অভিনেত্রী সাদ হুসনি এবং বিখ্যাত ইরাকি গায়ক কাদিম আল শাহির ছিলেন এখানকার নিয়মিত অতিথি।

হাতে থাকা একটি বক্সের ছবির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে গর্বের সুরে হামেদ সালামা বলেন, ‘ইরাকের সব গায়ক যারা এখন জনপ্রিয়, তাদের শুরু এখান থেকেই। আর যারা বিখ্যাত হতে চাইতেন, তারা এখানে আসতেন। ’

বাগদান, বিয়ে এবং হানিমুনের জন্য ইরাকিদের কাছে এটি ছিল অন্যতম গন্তব্য। প্রতি সপ্তাহে এখানে অনুষ্ঠিত হতো সুন্দরী প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকতো চিত্তাকর্ষক সব পুরস্কার।

আশির দশকে পরিবার নিয়ে রিসোর্টটিতে ছুটি কাটাতে আসা আনবার প্রদেশের এক শেখ বলেন, আমরা এটা বলতে অভ্যস্ত ছিলাম যে, এ রিসোর্টটি মূলত ইউরোপেরই একটি অংশ। আমি দেখেছি পুরুষ এবং নারীরা সুইমিং সুইট পরে হ্রদে সাঁতার কাটছে এবং নাচছে। এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল না।

হামেদ সালামা আলি।  ছবি: সংগৃহীত

আট বছর ধরে হওয়া ইরাক-ইরান যুদ্ধের কারণেও কমেনি হাব্বানিয়ার জৌলুস। উল্টো ১৯৮৯ সালে এ রিসোর্টকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আকর্ষণীয় ছুটি কাটানোর গন্তব্য আখ্যা দিয়ে গোল্ডেন হোটেল ট্রফি পুরস্কারে ভূষিত করেছিল ফ্রান্সের একটি সংস্থা। ট্রফিটি এখনো সাজানো আছে ম্যানেজারের ডেস্কে। তবে, নেই সেই মুখরতা।

১৯৯০ সাল। সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে বসলে কিছুটা ধাক্কা লাগে হাব্বানিয়ার সমৃদ্ধিতে। পরে জনসম্মুখে মদপান এবং বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা রিসোর্টের জন্য ছিল বড় ধাক্কা।

মদপান নিষিদ্ধ হওয়ার পরও রিসোর্টে বহু পরিবার ছুটি কাটাতে আসতো। বাগদাদের বাসিন্দা ৩২ বছর বয়সী জাকি আল হাদ্দাদ স্মৃতিচারণ করে বলেন, হাব্বানিয়া সবসময়ই সুখস্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

জৌলুস হারিয়েছে ট্যুরিস্ট ভিলেজটি।  ছবি: সংগৃহীত

১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সালের প্রতিটি গ্রীষ্মে হাব্বানিয়ায় ছুটি কাটাতে যেতো জাকি আল হাদ্দাদের পরিবার। তিনি বলছিলেন, ‘আমি এখনো সেখানকার পানির সুবাস অনুভব করতে পারি। আমরা যে বাংলোতে থাকতাম তাও ছিল আমার খুব পছন্দের। আমি রাতে একটু আগেই ঘুমিয়ে যেতাম যেন ভোরে ঘুম থেকে উঠতে পারি। এরপরের কাজ ছিল সৈকতে বালি নিয়ে খেলা এবং সাঁতার কাটা। ’

২০০৩ সাল। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ফলে পতন হয় সাদ্দাম হোসেনের। এরপর কিছু নিষেধাজ্ঞা সরে গেলে পুনরায় মানুষ হাব্বানিয়ামুখী হতে শুরু করে।

‘২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমরা প্রচুর পর্যটক পেয়েছিলাম। কিন্তু তারা শিক্ষায় এবং শ্রেণিগত দিক থেকে খুব একটা অভিজাত ছিলেন না। আমরা বিশেষত অভিজাত রাজনীতিবিদ এবং তারকাদের আপ্যায়ন করে অভ্যস্ত ছিলাম। কিন্তু ২০০৩ সালের পর যে কেউই রিসোর্টে আসতে পারতেন। যা আমার জন্য খুবই দুঃখজনক ছিল’, বলেন হামেদ সালামা।

মানচিত্রে হাব্বানিয়া।  ছবি: সংগৃহীত

২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পর এখানে পর্যটকদের আনাগোনা একেবারেই কমে যায়। ২০১৫ সালে এটি ‘শরণার্থী শিবিরে’ রূপ নেয়। আশ্রয় নেয় ২৪ হাজার বাস্তুচ্যুত ইরাকি। ২০১৭ সালে ইরাকের সরকার আইএসআইএলের বিরুদ্ধে বিজয় ঘোষণা করার পর এখানে অবস্থান নেওয়া অধিকাংশই তাদের বাড়িতে ফিরে গেছে। তবে, এখনো অভিজাত এ হোটেলের পাশে তাঁবু গেড়ে বাস করছে হাজারখানেক মানুষ।

পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হবে এ ট্যুরিস্ট ভিলেজ

চলতি বছর মুয়াইদ মাশওয়াহ এ রিসোর্টের ম্যানেজার হিসেবে নিয়োগ পান। রিসোর্টটির পুরনো জৌলুস ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী তিনি।

মুয়াইদ বলেন, আমরা পুরো এলাকা পরিষ্কার করেছি। ঘরবাড়ি এবং সৈকতে যেসব আবর্জনা জমেছে পরিষ্কার করা হয়েছে তাও। সর্বত্রই ধ্বংসচিহ্ন বিদ্যমান। ইতোমধ্যে ৪০ শতাংশ এলাকা গোছানো হয়েছে। বাকি রয়েছে আরও ৬০ শতাংশ। তুরস্কের একটি কোম্পানি এ ৬০ শতাংশ এলাকার উন্নয়নে কাজ করবে। তবে, অপ্রত্যাশিতভাবে এ উন্নয়ন কাজে দেরি হচ্ছে।

ভিলেজের আরও কিছু বাংলো।  ছবি: সংগৃহীত

ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়েও হাব্বানিয়া ট্যুরিস্ট ভিলেজ ইরাকিদের অন্যতম পর্যটন গন্তব্যস্থল। এখনো এখানে প্রতি সপ্তাহে ৫ হাজারেরও বেশি পর্যটক আসে।

মুয়াইদ বলছিলেন, ‘বিষয়টা আসলে টাকার সঙ্গে সম্পৃক্ত নয়। এ ট্যুরিস্ট ভিলেজ বিভিন্ন ধর্ম-বর্ণ-প্রদেশ-সংস্কৃতির মানুষের মিলনস্থলে রূপ নিয়েছে। ’

যদি ম্যানেজমেন্টে থাকতে পারেন তবে দুই থেকে আড়াই বছরের মধ্যে আবারও হাব্বানিয়ার সেই জৌলুস আর সোনালি সময় ফেরানোর আশা দেখাচ্ছেন মুয়াইদ।

আর এ আশ্বাস বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় আছেন হামেদ সালামা আলি, ‘আমি রিসোর্টটির পরিস্থিতি আশির দশকের মতো হওয়ার অপেক্ষায় আছি। ১৯৯০ সাল থেকে রাজনৈতিক বিষয়গুলোর কারণে এটি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাজ হচ্ছে নাইট ক্লাব, পার্টি এবং বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা। কিন্তু এখন তো সে সুযোগ নেই। ’

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।